• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খেলা নিয়ে দ্বন্দ্বে এতিমখানায় হামলা, আহত ৩১ 


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৯:০৯ পিএম
খেলা নিয়ে দ্বন্দ্বে এতিমখানায় হামলা, আহত ৩১ 
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় খেলাধুলার এক পর্যায়ে স্থানীয় এক ছেলের গায়ে বল লাগাকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয়। পরে এতিমখানা♛য় হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে এতিমখানার অন্তত ৩১ জন শি🃏শু আহত হয়েছে।

বৃহস্পতিবার (১𓃲৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের কলেজপাড়ায় মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- সালমান ফারসি (৯), নাদিম (১০), ওসমান (১০), সামাউন (১০), আব্দুলাহ (১৩), জাকারিয়া (৯), ইব্রাহিম (১৫), সাইদুল ইসলাম (১১), ফরহাদ (৯), মুজ্জামেল (১৪), জাহিদ (১৩), জুনায়েদ (১৩), ইয়ামিন (৯), ইসমাইল (১১), আমির হামজা (১২), ওমর ফারুক (১০), আসাদ উল্লাহ (১২), রিফাত (১৩), ওয়াসিম (১২), সিয়াম (১৩), ফজলে রাব্বী (১৪), সালমান (১৭), তোফাজ্জল (১৩), রেদুয়ান (১০), মোবারক (১৪), সালমান ফা꧑রসি (১৬), আকিব (৮), তানভীর (১৪), সিয়াম (১৪), আশরাফুল (১০) এবং রাকিব (১০)।

এতিমখানার পরিচালক হাফেজ মো. ইমরান জানান, বিকেলে এতিমখানার পাশে ছাত্ররা খেলছিল। এ সময় স্থানীয় এক ছেলের সঙ্গে তাদের বিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয় নারী-পুরুষ দলবেধে 🅠এসে এতিমখানায় হামলা চালিয়ে ছাত্রদেরকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, এতিমখানার ছাত্ররা কলেজপাড়া বালুরমাঠে ফুটবল খেলছিল। এ ♏সময় স্থানীয় এক তরুণ খেলতে বাধা দেয় ছাত্রদের। ওই তরুণ ক্রিকেট খেলবে জানিয়ে এতিমখানার ছাত্রদের চলে যেতে বলে। এ নিয়ে বিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!